তিনি আরও বলেন, মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের যাওয়ার খরচ ও কাপড় দেওয়া হয়েছে। তা ছাড়া, তালিবান ৫ সদস্যের একটি দল কাবুলে পাঠিয়েছে। দলটি সরকারের হাতে আটকে থাকা তালিবান বন্দীদের শনাক্ত করবে এবং তাদের মুক্তির জন্য প্রয়োজীয় কার্য সম্পাদন করবে।
উল্লেখ্য, এর আগে আফগান সরকার ১০০ তালিবান বন্দীকে মুক্তি দেয়। (ইয়াং/আলিম/তান হোং)