চলতি বছরেই দারিদ্র্যবিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষমতা চীনের আছে: প্রধানমন্ত্রী লি
মে ২৮: ধারাবাহিক ব্যবস্থা নিয়ে চলতি বছরই দারিদ্র্যবিমোচনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষমতা চীনের আছে। আজ (বৃহস্পতিবার) চীনের এনপিসি'র বার্ষিক অধিবেশনশেষে এক সাংবাদিক সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এ কথা বলেন।
তিনি বলেন, চলতি বছর চীন সরকার যাদের জীবনে সমস্যা আছে, তাদের মৌলিক গণজীবিকা নিশ্চিত করাকে অতি গুরুত্বপূর্ণ অবস্থানে রাখবে। বিভিন্ন পর্যায়ের সরকারের উচিত জনগণের স্বার্থকে কেন্দ্র করে প্রত্যেক পরিবারের স্বার্থের সঙ্গে সঙ্গিতপূর্ণ নীতিমালা প্রণয়ন করা। (লিলি/আলিম/শুয়ে)