চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিচ্ছিন্ন হলে কোনো দেশই লাভবান হবে না: লি খ্য ছিয়াং
  2020-05-28 19:41:49  cri

মে ২৮: চীন ও যুক্তরাষ্ট্র—এ দুই প্রধান অর্থনৈতিক সত্ত্বার সম্পর্ক বিচ্ছিন্ন হলে দু'দেশের কেউ লাভবান হবে না। এতে সার্বিকভাবে বিশ্বও ক্ষতিগ্রস্ত হবে। দু'দেশের উচিত দু'দেশের নেতাদের পৌঁছানো গুরুত্বপূর্ণ মতৈক্য অনুযায়ী সমন্বয়, স্থিতিশীলতা ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। আজ (বৃহস্পতিবার) চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। দু'দেশের সম্পর্ক বজায় রাখা সহজ নয়। তবে এ সম্পর্কের কারণে দু'দেশই লাভবান হয়ে আসছে। ভিন্ন সামাজিক ব্যবস্থা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব ও মতভেদ থাকা স্বাভাবিক। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে এসব সমস্যার সমাধান করা যায়। দু'দেশের উচিত বুদ্ধি দিয়ে অভিন্ন স্বার্থকে বাড়ানো, মতভেদকে নিয়ন্ত্রণে রাখা, পরস্পরের কেন্দ্রীয় স্বার্থকে সম্মান দেখানো এবং সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের লক্ষ্যে কাজ করা। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040