মহামারী মোকাবিলায় চীন আন্তর্জাতিক সহযোগিতা চালিয়ে যেতে ইচ্ছুক: লি খ্য ছিয়াং
  2020-05-28 19:41:26  cri

মে ২৮: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (বৃহস্পতিবার) বলেন, মহামারী মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চালিয়ে যেতে ইচ্ছুক চীন। ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের সমাপনী অনুষ্ঠানশেষে দেশ-বিদেশের সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিভিন্ন দেশ টিকা, কার্যকর ওষুধ এবং পরীক্ষামূলক রিএজেন্ট নিয়ে গবেষণা করছে। চীনও এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা চালিয়ে যেতে ইচ্ছুক, যাতে মানবতা অবশেষে ভাইরাসকে পরাস্ত করতে পারে।

প্রধানমন্ত্রী লি আরও বলেন, মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পুনরায় শুরু করার দ্বৈত চ্যালেঞ্জের মুখোমুখি আন্তর্জাতিক সমাজ। বিশেষ করে এসময় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040