৩১ মে থেকে বাংলাদেশে অফিস খোলা, চলবে গণপরিবহনও
  2020-05-28 19:16:49  cri
দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ৩০ মে পর্যন্ত টানা ৬৭ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে খুলছে অফিস-আদালত। একই সময়ে সীমিত পরিসরে গণপরিবহন চালু হবে।

বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ৩০ মে'র পরে আর সাধারণ ছুটি বাড়বে না। তবে অফিস-আদালত খুললেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে জানানো হয়, ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস চালুর পাশাপাশি বাস, ট্রেন ও লঞ্চ চলাচল করবে। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে, সীমিত পরিসরে কম যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। বিমান চলাচলের সময়সূচি নির্ধারণের দায়িত্ব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে দেয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিএ'র সাথে আলাপ-আলোচনা করে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে গণপরিবহন চালু করবেন।

এদিকে, ঈদের পর থেকে রাজধানীমুখী মানুষের ভিড় ছিল মহাসড়ক ও ফেরিঘাটে। অফিস-আদালত খোলার খবরে রাজধানীমুখী মানুষের ভিড় আরো বেড়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040