চীন ও নেপালের নেতারা ২০১৯ সালের অক্টোবরে একটি যৌথ বিবৃতিতে বলেছিলেন, "দুই পক্ষ যৌথভাবে মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ ও ঘোষণা করবে এবং এ ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতা করবে।"
উল্লেখ্য, গতকাল সকাল ১১টায় এভারেস্টের 'উচ্চতা' পরিমাপ করতে চীনের মাউন্ট এভারেস্ট উচ্চতা সমীক্ষাদলের আট সদস্য সাফল্যের সাথে মাউন্ট এভারেস্টে আরোহণ করে এবং উচ্চতা পরিমাপের সকল কার্য সম্পাদন করে। (জিনিয়া/আলিম/শুয়েই)






