দেশের শান্তিপূর্ণ একত্রীকরণ প্রক্রিয়া বেগবান করতে ইচ্ছুক চীন: প্রধানমন্ত্রী লি
  2020-05-28 19:09:14  cri
মে ২৮: 'এক চীন নীতি' ও ১৯৯২ সালের মতৈক্যের ভিত্তিতে চীনের কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়ে তাইওয়ানের বিভিন্ন রাজনৈতিক পার্টি, সম্প্রদায় ও ব্যক্তিদের সঙ্গে সংলাপ ও আলোচনার মাধ্যমে তাইওয়ান প্রণালীর দু'তীরের সম্পর্ক উন্নত করতে এবং দেশের শান্তিপূর্ণ একত্রীকরণ প্রক্রিয়াকে বেগবান করতে ইচ্ছুক। আজ (বৃহস্পতিবার) এনপিসি'র বার্ষিক অধিবেশনের সমাপনী অনুষ্ঠানশেষে এক সাংবাদিক সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এ কথা বলেন।

তিনি বলেন, তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার। চীন সবসময়ই তাইওয়ানে বহির্বিশ্বের হস্তক্ষেপের বিরোধিতা করে। নিজের বিষয় সমাধান করতে চীনা জাতির বুদ্ধি আছে, দক্ষতাও আছে। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040