তিনি বলেন, কর্মসংস্থান ও গণজীবিকা সুনিশ্চিত করতে চাইলে ৭০ শতাংশ বরাদ্দ সরাসরি নাগরিকদের বেতন হিসেবে দিতে হবে, যাতে পণ্যের ভোগ ও বিক্রি বাড়ে। তা ছাড়া, কার্যকর পুঁজি বিনিয়োগ সম্প্রসারণও করা উচিত।
তিনি আরও বলেন, নতুন অবকাঠানো, শহরায়ন এবং জাতীয় পরিকল্পনা ও গণজীবিকার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রকল্পকে বিনিয়োগের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্ধারণ করতে হবে। বিভিন্ন পর্যায়ের সরকারের উচিত ব্যয় কমানো। সংশ্লিষ্ট পুঁজি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করা উচিত। (লিলি/আলিম/শুয়ে)