তিনি বলেন, বিশ্বের অর্থনীতিতে নভেল করোনাভাইরাসের মতো আঘাত ইতিহাসে বিরল। চীনের অর্থনীতি বিশ্বের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। তাই চীনের পক্ষে একা একা উন্নতি করা সম্ভব নয়।
প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান স্থিতিশীল করে তোলা, গণজীবিকা সুনিশ্চিত করা, এবং নাগরিকদের ভোগের ক্ষমতা বাড়ানোর জন্য চীন সরকার ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করেছে। তা ছাড়া, আর্থ-বাণিজ্য ও সামাজিক বীমাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের আরো নীতিগত ব্যবস্থা আছে বলে প্রধানমন্ত্রী লি উল্লেখ করেন।
(লিলি/আলিম/শুয়ে)