চীনে দেওয়ানি আইন কোড গৃহীত
  2020-05-28 17:16:14  cri

মে ২৮: চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে শেষ হয়। অধিবেশনে চীনের দেওয়ানি আইন কোড গৃহীত হয়েছে, যা ২০২১ সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে। নয়াচীনে এটিই হবে কোড দিয়ে নাম রাখা প্রথম আইন।

জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চান সু অধিবেশনে বলেন, সম্মেলনে গৃহীত দেওয়ানি আইন কোড হল সার্বিকভাবে আইনানুসারে দেশ প্রশাসন এবং চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের আইন ব্যবস্থাকে সুসংহত করার গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বশীল আইন। এ আইন নতুন যুগের সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতন্ত্রিক আধুনিকায়নের জন্য আরও পূর্ণাঙ্গ দেওয়ানি আইনের নিশ্চয়তা দেবে।

'সামাজিক জীবনের বিশ্বকোষ' হিসেবে আখ্যায়িত দেওয়ানি আইন কোডে ১২৬০টি বিধি আছে। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040