এতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা, 'এক দেশ, দুই ব্যবস্থা' সুসংহত করা, হংকংয়ের দীর্ঘস্থায়ী সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষা করা, হংকংবাসীর বৈধ স্বার্থ নিশ্চিত করার জন্য গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের ৩১তম অধ্যায় এবং ৬২তম অধ্যায়ের দ্বিতীয়, চতুর্দশ ও ষষ্ঠদশ বিধি, এবং 'গণপ্রজাতন্ত্রী চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইন'-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী, জাতীয় গণকংগ্রেস এ সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্তে বলা হয়েছে, দেশকে দৃঢ়ভাবে, সার্বিকভাবে এবং সঠিকভাবে 'এক দেশ, দুই ব্যবস্থা' ও 'হংকংবাসীর দ্বারা হংকংয়ের পরিচালনা ও উচ্চ মাত্রার স্বায়ত্তশাসন' নীতি বাস্তবায়ন করে, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার সংশ্লিষ্ট আইনব্যবস্থা ও কার্যকারিতাব্যবস্থা স্থাপন ও সুসংহত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আইনানুসারে দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর অভিযান ও আচরণ বন্ধ করতে হবে।
এতে বলা হয়েছে, যে-কোনো দেশ ও বৈদেশিক শক্তির যে-কোনো পদ্ধতিতে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের ব্যাপারে হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে চীন। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিদ্ধান্তে আরও বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও ভূখন্ডের অখণ্ডতাকে রক্ষা করা হল হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সংবিধানব্যবস্থার দায়িত্ব। কেন্দ্রীয় সরকার দেশের নিরাপত্তা রক্ষার সংশ্লিষ্ট বিভাগের শাখা হংকংয়ে স্থাপন করতে পারবে, যাতে আইনানুসারে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করা যায়। (শুয়েই/আলিম/জিনিয়া)