মে ২৮: সিপিপিসিসি'র জাতীয় কমিটির সদস্য, হংকংয়ের সিপিপিসিসি'র প্রাদেশিক সদস্যদের সংস্থার সম্মানসূচক সভাপতি ছেন ছিং শিয়া বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে বলেন, এবারের জাতীয় গণকংগ্রেসে জাতীয় নিরাপত্তার স্বার্থেই হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলসংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিঃসন্দেহে উত্তম সিদ্ধান্ত।
ছেন ছিং শিয়া বলেন, হংকং থেকে সিপিপিসিসি'র জাতীয় কমিটির সদস্য হিসেবে তার দায়িত্ব হচ্ছে এ সিদ্ধান্তের যৌক্তিকতা লোকজনকে বোঝানো। তিনি এ দায়িত্ব পালন করবেন এবং 'এক দেশ, দুই ব্যবস্থা'-র সাফল্যের জন্য কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।
তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘকাল ধরেই হংকংয়ের সিপিপিসিসি জাতীয় কমিটির সদস্যরা নিজেদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে আসছেন। তারা মূল ভূখন্ডের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য বহু ইতিবাচক প্রস্তাবও দিয়েছেন। পাশাপাশি, হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্যও সদস্যরা কাজ করে যাচ্ছেন। (আকাশ/আলিম/তান হং)