যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে লক্ষাধিক মানুষের মৃত্যু
  2020-05-28 15:08:14  cri

মে ২৮: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গতকাল (বুধবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে ৫,৪৯১,৬৭৮ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৪৯,১৯০ জন মারা গেছেন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার বিকেল ৫টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে ১,৬৯৫,৭৭৬ জন আক্রান্ত হয়েছেন এবং ১০০,০৪৭ জন মারা গেছেন।

নিউ ইয়র্ক টাইমস পত্রিকা বলেছে, এবারের কোভিড-১৯ মহামারী সম্ভবত ১৯১৮ সালের মহা-ফ্লুর পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুতর মহামারী। অ্যান্থোনি ফাউচি'সহ অনেক বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্রে আসল মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। বছরের প্রথম দিকে বৃদ্ধনিবাসগুলোতে মৃতদের অনেকেই এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হয়।

এদিকে, একই দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, ব্রিটিশ সরকার দেশের ভাইরাস সতর্কতা 'চতুর্থ স্তর থেকে তৃতীয় স্তরে নামিয়ে দিয়েছে'।

ওদিকে, রাশিয়ায় লক্ষণহীন রোগীদের সংখ্যা আলাদাভাবে হিসাব করা হবে বলে জানিয়েছে মস্কো। আর মস্কোয় 'বাসায় থাকার নির্দেশ'-এর মেয়াদ ১৪ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। (ইয়াং/আলিম/তান হোং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040