পম্পেও'র চেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর নেই: নিউ ইয়র্ক টাইমস
  2020-05-28 15:06:31  cri

মে ২৮: গতকাল (বুধবার) নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'কে 'ইতিহাসের সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী' হিসেবে মূল্যায়ন করা হয়।

প্রবন্ধে বলা হয়, পম্পেও তার কার্যমেয়াদে এখন পর্যন্ত কোনো কূটনৈতিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়নি। তিনি অধিকাংশ সময় প্রেসিডেন্ট ট্রাম্প'কে তোষামোদ করেই সময় কাটিয়েছেন।

প্রবন্ধে অভিযোগ করা হয়, পম্পেও প্রেসিডেন্ট ট্রাম্পকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বরখাস্ত করতে উস্কানি দিয়েছেন, কোভিড-১৯ ভাইরাসকে 'উহান ভাইরাস' বানিয়েছেন, এবং সরকারি টাকা দিয়ে ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন করেছেন।

প্রবন্ধে বলা হয়, পম্পেওর এ পর্যন্ত সবচেয়ে বড় 'অবদান' হলো ইউক্রেনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি জোভানোভিচ এবং মার্কিন পররাষ্ট্র দফতরের মহাপরিদর্শক স্টিভ লিনিক'কে বরখাস্ত করা।

প্রবন্ধে আরও বলা হয়, গত ৩ মে পম্পেও এবিসি'কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, 'অনেক প্রমাণ রয়েছে' যে কোভিড-১৯ 'উহান ল্যাব'-এ তৈরি। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায়ের ভাইরোলজি বিশেষজ্ঞরা বলেন, এ ভাইরাস কৃত্রিম বলে কোনো প্রমাণ নেই। পম্পেও প্রেসিডেন্টের সমর্থন পেয়েছেন, সিনেটে রিপাবলিকানদের সংখ্যাঘরিষ্ঠ আসন রয়েছে, এবং ফক্স নিউজ তাকে রক্ষা করার জন্য প্রস্তুত। পম্পেও তার 'অভিনয়' চালিয়ে যেতে পারেন, তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোবল এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের ইমেজ তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।(ইয়াং/আলিম/তান হোং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040