বিশ্ব স্বাস্থ্য সংস্থা তহবিল গঠিত হবে: হু মহাপরিচালক
  2020-05-28 15:05:24  cri

 

মে ২৮: 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা তহবিল' গঠনের ঘোষণা দিয়েছেন হু-র মহাপরিচালক তেদ্রোস আদ্‌হানম। গতকাল (বুধবার) জেনিভায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, তহবিলটি একটি স্বাধীন সত্তা হিসেবে পরিচালিত হবে। এ তহবিল সদস্যদেশগুলোকে জরুরি স্বাস্থ্যবিষয়ক চ্যালেঞ্জ মোকাবিলা করতে আর্থিক সহায়তা দেবে। তা ছাড়া, এ তহবিলের গঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'তিনটি বিলিয়ন লক্ষ্যমাত্রা' বাস্তবায়নেও সহায়ক হবে।

উল্লেখ্য, হু'র 'তিনটি বিলিয়ন লক্ষ্যমাত্রা' হচ্ছে: এক বিলিয়ন মানুষকে জরুরি জনস্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করা; এক বিলিয়ন মানুষকে স্বাস্থ্যপ্রকল্পে অন্তর্ভুক্ত করা; এবং ২০২৩ সাল পর্যন্ত এক বিলিয়ন মানুষের স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করা।

(ইয়াং/আলিম/তান হোং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040