স্মার্ট কোর্ট গড়ে তোলার কাজ জোরদার করছে চীন
  2020-05-28 15:01:34  cri
মে ২৮: চীনের সর্বোচ্চ আদালত সম্প্রতি জাতীয় গণকংগ্রেসের বার্ষিক অধিবেশনে পেশ করা কার্যবিবরণীতে বলেছে, গত এক বছরে চীনে স্মার্ট আদালত গড়ে তোলার কাজ জোরদার করা হয়েছে এবং নেটে আইনী বিচারের নতুন পদ্ধতি প্রয়োগের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারী চলাকালে স্মার্ট আদালত চমত্কার কার্যক্রম চালিয়েছে। অনলাইনে মামলা, আদালতে বিচার, মধ্যস্থতা ও ইলেক্ট্রনিক ডেলিভারি, নেটে চেক করা এবং আইনী নিলামসহ নানান পদ্ধতিতে জনগণের কাছে সময়োপযোগী, সুবিধাজনক ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। চীনের সর্বোচ্চ আদালতের প্রধান চৌ ছিয়াং বলেন, কোভিড-১৯ মহামারী চলাকালে স্মার্ট আদালতবিষয়ক নির্মাণের সাফল্য অব্যাতহভাবে সুসংহত করতে হবে এবং নতুন যুগে উচ্চপর্যায়ের সমতা ও ন্যায্যতা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। 'বেইজিংয়ের শুন ই জেলায় গণআদালতে অপরাধী মামলার বিচারকাজ শুরুর ঘোষণা দিচ্ছি। রিমোট ভিডিও প্রযুক্তিতে এ মামলার কার্যক্রম চালানো হচ্ছে।' চলতি বছর কোভিড-১৯ মহামারীর কারণে চীনের বিভিন্ন আদালতকে অনলাইনে আপিল করার পরামর্শ দেওয়া হয়। এ প্রেক্ষাপটে স্মার্ট আদালত প্রতিষ্ঠার সাফল্য দেখা যাচ্ছে। সর্বোচ্চ আদালতের কার্যবিবরণীতে বলা হয়, কোভিড-১৯ মহামারী চলাকালে গোটা চীনে নেটে মামলা দায়ের পরিমাণ ১৩ লাখ ৩৬ হাজারটি; আদালত খুলেছে ২ লাখ ৫০ হাজার বার; ৫ লাখ ৯০ হাজারটি মামলায় মধ্যস্থতা করা হয়েছে। তা ছাড়া, অনলাইনে আইনী নিলামের পরিমাণ ছিলো ৬৩৯০ কোটি ইউয়ান। চীনের সর্বোচ্চ আদালতের তথ্যকেন্দ্রের পরিচালক স্যু চিয়ান ফেং বলেন, স্মার্ট আদালত যে কোভিড-১৯ প্রতিরোধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা বেশ কয়েক বছরের চর্চার ফল। তিনি বলেন, "২০১৭ সালে আমরা প্রাথমিকভাবে স্মার্ট আদালত প্রতিষ্ঠা করি। ২০১৮ সালে আমরা গোটা চীনে এর প্রতিষ্ঠার কাজ জোরদার করি। ২০১৯ সালে স্মার্ট আদালত প্রতিষ্ঠার কাজে অনেক অগ্রগতি অর্জিত হয়। আর চলতি মহামারীতে স্মার্ট আদালত বহুসংখ্যক মানুষের জন্য অনলাইনে মামলার রায়, নেট-আদালতে বিচার এবং অনলাইনে মধ্যস্থতাসহ নানা ক্ষেত্রে সমর্থন দিয়েছে।" কার্যবিবরণীতে আরও বলা হয়েছে, গত বছর চীনের মোবাইলে 'মাইক্র আদালত' প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হয়। মোবাইল সরঞ্জামে ইলেক্ট্রনিক মামলার রায়ের সেবা সম্প্রসারণ করতে উত্সাহ দিচ্ছে সর্বোচ্চ আদালত। স্যু চিয়ান ফেং বলেন, 'চীনের মোবাইলে মাইক্রো আদালত তথ্য-প্রযুক্তি ও মামলা রায়ের পরিষেবা যুক্ত করার অনুশীলন বটে। তিনি বলেন, "চীনে এখন রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ব্যবহাকারী। সারা বিশ্বে উইচ্যাটের গ্রাহকসংখ্যা সবচেয়ে বেশি। সর্বোচ্চ আদালত এ সুবিধাকে বিবেচনায় নিয়ে গোটা চীনে একত্রে 'চীনের মোবাইলে মাইক্রো আদালত' প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছে। এ প্ল্যাটফর্মে নেটে মামলার রায়, বহুপাক্ষিক মধ্যস্থতা, মোকাবিলা বিচারসহ নানান কাজ হতে পারে। এতে জনগণ চীনের উন্মুক্ত আইনী বিচার দেখতে পারেন।" স্যু চিয়ান ফেং বলেন, স্মার্ট আদালতের কারণে আইনী ব্যবস্থার উন্মুক্তকরণ জোরদার হয়েছে, যা জনগণের অংশগ্রহণ, জানাশোনা ও তত্ত্বাবধানের অধিকার রক্ষা করেছে। গত এপ্রিল মাস পর্যন্ত চীনের রায়পত্র ওয়েবসাইটে ৯ কোটি ১৯ লাখ ৫০ হাজারটি রায়পত্র প্রকাশিত হয়েছে। চীনের আদালতে উন্মুক্ত বিচার ওয়েবসাইটে ৬৯ লাখ ৬ হাজারটি মামলার বিচার সরাসরি সম্প্রচার করা হয়েছে। অনলাইন আদালত জনগণের বিচার শোনা এবং আইন শেখা ও ব্যবহারের নতুন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। (রুবি/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040