সি চিন পিং-এর বক্তব্য থেকে 'জনগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ'-এ চিন্তাধারা বোঝা যায়: সিআরআই সম্পাদকীয়
  2020-05-27 19:54:52  cri

মে ২৭: 'চীনা কমিউনিস্ট পার্টির ভিত্তি জনগণের মধ্যে। জনগণকেন্দ্রিক উন্নয়নের চিন্তাধারায় অবিচল থাকতে হবে।' চলতি বছর চীনের জাতীয় গণকংগ্রেস ও রাজনৈতিক পরামর্শ সম্মেলনের 'দুই অধিবেশন' চলাকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন প্রতিনিধিদলের আলোচনাসভায় অংশ নিয়ে বার বার 'জনগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ'-এই কথাটি উল্লেখ করেছেন।

"'জনগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ'-এ কথার অর্থ কী? এতো বেশি মানুষের একজন রোগীর জন্য চেষ্টা করা তথা সব ধরনের ত্যাগ স্বীকার করা।" ২২ তারিখে ইনার মঙ্গলিয়ার প্রতিনিধিদলের আলোচনাসভায় অংশ নিয়ে প্রেসিডেন্ট সি এ কথা বলেন এবং উপস্থিত সবাই তার কথার সঙ্গে একমত হন। তিনি হুপেই প্রদেশের একজন প্রতিনিধির কথা উদ্ধৃতি দিয়ে বলেন, হুপেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৮০ বছর বয়সী বৃদ্ধ ৩ হাজারেরও বেশি। এর মধ্যে দশ-বারো জন চিকিত্সক একজন ৮৭ বছর বয়সী রোগীকে ভালোভাবে চিকিত্সা করার পর তিনি সুস্থ হয়েছেন। প্রেসিডেন্ট সি'র মনে এই ব্যাপারটি গভীর ছাপ ফেলেছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণকেন্দ্রিক উন্নয়নের চিন্তাধারাকে বিভিন্ন নীতির বিন্যাসে প্রয়োগ করতে হবে।

'অর্থনীতি ও সমাজের উন্নয়নকে ত্বরান্বিত করার মূল উদ্দেশ্য হল জনগণের সুন্দর জীবনের চাহিদা মেটানো।' দুই অধিবেশনের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর গুরুত্বপূর্ণ নির্দেশনা থেকে সারা বিশ্বও বুঝতে পেরেছে যে, চীন কেন অল্প সময়ের মধ্যে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে প্রতিরোধে বড় সাফল্য অর্জন করতে পেরেছে। প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীনা কমিউনিস্ট পার্টির জনগণকে নিয়ে বিপ্লব করা, নির্মাণ করা এবং সংস্কার করার মূল উদ্দেশ্য হল জনগণের ভালো জীবন নিশ্চিত করা। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040