৭৮ থেকে ৮৩ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সড়কে গাছপালা ভেঙ্গে পড়ে। ঝড়ের সঙ্গে ছিল প্রবল বৃষ্টিপাত। জয়পুর হাটের ৪০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে কালবৈশাখীর তাণ্ডবে। দেয়ালচাপা পড়ে একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে সেখানে। এছাড়া দেশের অন্যত্র মারা গেছেন আরো ২ জন।
উত্তর বঙ্গোপসাগরে বাতাসের চাপ বেশি থাকায় ঝড় হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আরো কয়েকদিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।