জাম্বিয়ায় চীনা নাগরিক হত্যাকান্ডের তদন্ত দাবি চীনের
  2020-05-27 19:26:48  cri
মে ২৭: জাম্বিয়ায় তিন জন চীনা নাগরিকের সাম্প্রতিক হত্যাকান্ডের যথাযথ তদন্তের দাবি জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন জাম্বিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব মামলা তদন্ত করা এবং চীনা নাগরিকের জীবন ও স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। জাম্বিয়া সরকার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।

মুখপাত্র বলেন, 'আমরা তিন জন চীনা নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং নিহতদর স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার পর জাম্বিয়ায় চীনা দূতাবাস দ্রুত সেদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং দ্রুত তদন্তের ও চীনা নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। জাম্বিয়ার সরকার মঙ্গলবার আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে চীনের কাছে ক্ষমা চেয়েছে এবং মামলা তদন্ত করতে ও চীনা নাগরিকদের জানমাল রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।'

চাও লি চিয়ান আরও বলেন, এমন ব্যতিক্রমী ঘটনা চীন-জাম্বিয়া বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040