ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের 'প্যান-ইউরোপীয় গ্যারান্টি ফান্ড' প্রতিষ্ঠিত
  2020-05-27 15:34:19  cri

মে ২৭: ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক 'প্যান-ইউরোপীয় গ্যারান্টি ফান্ড' প্রতিষ্ঠা করেছে। সদস্যদেশগুলির অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত পরিচালনা বোর্ড গতকাল (মঙ্গলবার) এ সংক্রান্ত এক চুক্তিতে উপনীত হন। ব্যাংক থেকে প্রকাশিত এক ঘোষণাপত্রে এ তথ্য জানানো হয়েছে।

'প্যান-ইউরোপীয় গ্যারান্টি ফান্ড' ইইউ'র অর্থনৈতিক বেইলআউট প্যাকেজের তিনটি বড় ব্যবস্থার মধ্যে একটি। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এই ফান্ডটি বাস্তবায়ন করবে। ফান্ডের আওতায় নভেল করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা-প্রতিষ্ঠানগুলোকে ২০০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়া হবে।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্ট ওয়ার্নার হোয়ার বলেন, তিনি সদস্যদেশগুলির বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন, যাতে মহামারীতে ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠানগুলো দ্রুত সাহায্য পেতে পারে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040