ভাইরাস মোকাবিলায় চীনের ব্যবস্থা অধিকাংশ দেশের চেয়ে বেশি কার্যকর: মার্কিন গণমাধ্যম
  2020-05-27 15:03:13  cri

মে ২৭: যুক্তরাষ্ট্রের 'দি ন্যাশনাল ইন্টারেস্ট' পত্রিকার ওয়েবসাইটে ২৪ মে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়, নভেল করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে চীনের সামগ্রিক ব্যবস্থা বিশ্বের অধিকাংশ দেশের নেওয়া ব্যবস্থার চেয়ে অধিক কার্যকর প্রমাণিত হয়েছে। শুরু থেকে চীনে একাধিক শহর লকডাউন করা হয়, সর্বসাধারণ মাস্ক ব্যবহার শুরু করেন, এবং সেদেশে টেস্টিং ও ট্র্যাকিং ব্যবস্থাও ছিল কার্যকর।

প্রবন্ধে বলা হয়, যুক্তরাষ্ট্রে মহামারী পরিস্থিতি এতোটা খারাপ হয়েছে একাধিক সরকারি প্রতিষ্ঠান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কারণে। শুরুর দিকে ট্রাম্প ঘোষণা করলেন যে, মহামারী নিয়ন্ত্রণে আছে; ভাইরাসে আক্রান্তের সংখ্যা শিগগিরি শূন্যের কোঠায় নেতে যাবে। আর যখন দেখা গেল তার বক্তব্য ঠিক নয় এবং যুক্তরাষ্ট্রে ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে, তখন তিনি চীনকে বলির পাঁঠা বানানোর অপচেষ্টা চালাতে লাগলেন।

প্রবন্ধে আরও বলা হয়, চীনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আসলে কোনো কোনো পশ্চিমা রাজনীতিকের নিজেদের ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস মাত্র। তারা নিজ দেশের জনগণকে ধোকা দিতে চান। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040