টুইটার প্রথমবারের মতো ট্রাম্পের টুইটে ফ্যাক্ট-চেকিং লেবেল যোগ করল
  2020-05-27 14:51:42  cri

মে ২৭: টুইটার এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি টুইটের সঙ্গে ফ্যাক্ট-চেকিং লেবেল যুক্ত করেছে। আগে টুইটার কখনও ট্রাম্পের টুইটে এমন লেবেল যোগ করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (মঙ্গলবার) এক টুইটে আসন্ন নভেম্বরের সাধারণ নির্বাচনের জন্য ক্যালিফোর্নিয়া রাজ্যে ভোটারদের ঠিকানায় ব্যালটপেপার মেইল করার সিদ্ধান্তের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এভাবে কারচুপি হবে, ব্যালটবাক্স ছিনতাই হবে, ব্যাটলপেপারও নকল হবে।

তবে, সিএনএন ও ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন গণমাধ্যম জানায়, ডাকযোগে ভোট দেওয়ার সিস্টেমে সাধারণ নির্বাচনে কারচুপি হবে বলে ট্রাম্প যে অভিযোগ করছেন, তা ঠিক নয়।

এদিকে, টুইটারের মুখপাত্র কেটি রসবোরো সিএনএন-কে পাঠানো এক বার্তায় বলেন, ট্রাম্পের টুইটে সাধারণ নির্বাচনে ভোটদানসংক্রান্ত কিছু বিভ্রান্তিকর তথ্য অন্তর্ভুক্ত করা হয়। তাই এতে ফ্যাক্ট-চেকিং লেবেল যোগ করা হয়েছে। এই লেবেলে ক্লিক করলে পাঠকরা প্রকৃত তথ্য জানতে পারবেন।

উল্লেখ্য, টুইটারে ট্রাম্পের ৮ কোটি অনুসারী আছে। তিনি সাধারণত এই প্লাটফর্মের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে থাকেন। দিনে তিনি গড়ে কয়েক ডজন টুইট করেন। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040