মার্কিন মিনেসোটা অঙ্গরাজ্যের এক নিগ্রোকে হত্যা করেছে চার পুলিশ
  2020-05-27 09:59:00  cri
মে ২৭: গতকাল (মঙ্গলবার) মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্র সময় সোমবার রাতে মিনেসোটা অঙ্গরাজ্যের আপোলিস শহরে একজন নিগ্রো গাড়িচালককে হত্যা করেছে চারজন শ্বেতাঙ্গ পুলিশ।

এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, ওই নিগ্রো ব্যক্তির গলায় হাঁটু চাপা দিয়েছিল পুলিশ। এ সময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ও শ্বাস নেওয়ার জন্য আকুতি জানায় ওই ব্যক্তি। কিন্তু পুলিশ তার কথা শোনে নি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক নিগ্রো ব্যক্তির মৃত্যু ঘোষণা করে। এ ঘটনায় মার্কিন সমাজে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার আপোলিস শহরের মেয়র ঘোষণা করেন যে, নিগ্রো গাড়িচালকের হত্যার সঙ্গে জড়িত চার পুলিশকে চাকুরিচ্যুত করা হয়েছে এবং সংশ্লিষ্ট তদন্ত শুরু করেছে গোয়েন্দাসংস্থা-এফবিআই।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040