গণ মুক্তিফৌজ ও পুলিশের প্রতিনিধিদলের পূর্ণঙ্গ সভায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
  2020-05-26 19:59:37  cri

মে ২৬: সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং আজ (মঙ্গলবার) বিকেলে গণ মুক্তিফৌজ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর প্রতিনিধিদের এক পূর্ণাঙ্গ সভায় অংশ নেওয়ার সময় জোর দিয়ে বলেন, পুরো সেনাবাহিনীকে আন্তরিকতার সাথে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, সশস্ত্রবাহিনীকে আরও আত্মবিশ্বাসী হতে হবে; অসুবিধার মুখোমুখি হওয়ার সাহস রাখতে হবে, এবং মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ দৃঢ়ভাবে এগিয়ে নিতে হবে।

পূর্ণাঙ্গ সভায় ৮ জন প্রতিনিধি বক্তব্য দেন এবং তারা সশস্ত্রবাহিনীর মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কার্যাদি বাস্তবায়ন, প্রতিরক্ষা ও সামরিক সংস্কারের আইনী কাজসহ বিভিন্ন ইস্যুতে মতামত ও পরামর্শ প্রদান করেন। প্রতিনিধিদের বক্তব্য শোনার পর প্রেসিডেন্ট সি প্রথমে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সশস্ত্রবাহিনীর অবদানের স্বীকৃতি দেন। পাশাপাশি, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কাজের পাশাপাশি সশস্ত্রবাহিনী গড়ে তোলার মূল উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকতে সবাইকে আহ্বান জানান।

প্রেসিডেন্ট সি উল্লেখ করেন, এই মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দেশের জাতীয় প্রতিরক্ষা ও সামরিক সংস্কারের একটি ব্যবহারিক পরীক্ষা, যা আরও সংস্কারের সম্ভাবনার কথা বলে।

তিনি আরও বলেন, 'সেনাবাহিনী, সরকার এবং জনগণের মধ্যে ঐক্য হলো আমাদের পার্টি ও দেশের উল্লেখ্যযোগ্য রাজনৈতিক সুবিধা। আমাদের সামরিক বাহিনী সামরিক কাজের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক কাজ, দারিদ্র্যবিমোচন কাজ, ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার কাজেও সমান দক্ষ। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040