করোনায় বাংলাদেশে একদিনে ২১ জনের মৃত্যু, শনাক্ত হাজারের ওপরে
  2020-05-26 19:40:48  cri
করোনায় দেশে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় আরো ২১ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ সব তথ্য দেয়া হয়। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৫২২ জন। আর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জনে। নতুন ২৪৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। এ ছাড়া ২৪ ঘন্টায় পুলিশের ১৮৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে পুলিশের ৩ হাজার ৯১৮ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলেন। আর করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন ৫ জন।

এদিকে, সানবিম স্কুলের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। দেশের স্বনামখ্যাত এ শিক্ষক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্চুর এলাহীর স্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040