কোভিড-১৯-এর চিকিত্সায় হাইড্রোক্লোরোকুইনের পরীক্ষা স্থগিতের ঘোষণা হু-র
  2020-05-26 18:24:30  cri
মে ২৬: ব্রিটিশ "ল্যানসেট" ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্লোরোকুইন কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিত্সায় তেমন কোনো ইতিবাচক ভূমিকা রাখে না। বরং এর বেঠিক মাত্রার ব্যবহার রোগীর জীবন বিপন্ন করে তুলতে পারে। এ প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) গতকাল (সোমবার) এসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।

হু-র মহাপরিচালক তেদ্রোস আদ্‌হানম এদিন এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, হু-র নেতৃত্বে একটি পরীক্ষা প্রকল্পে ৩৫টি দেশের ৪ শতাধিক হাসপাতাল অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭টি দেশের প্রায় ৩,৫০০ রোগী এই পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেন। কিন্তু প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ধরনের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রকল্পের অধীনে অন্যান্য পরীক্ষা অব্যাহত থাকবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040