মে ২৬: চীনের শিল্প ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মিয়াও স্যু সোমবার বেইজিংয়ে ত্রয়োদশ গণকংগ্রসের তৃতীয় অধিবেশনের 'মন্ত্রী করিডোরে' এক সাক্ষাৎকারে জানান, এখন চীনে প্রতি সপ্তাহে দশ হাজারেরও বেশি ৫জির বেস-স্টেশন তৈরি হচ্ছে।
তিনি বলেন, এ বছর থেকে ৫জি নির্মাণের গতি আরো দ্রুত হয়েছে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান তাদের কাজ এগিয়ে নিচ্ছে। এপ্রিল মাসে, ৫জি ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ ৭০ লাখ ছাড়িয়ে গেছে।
মন্ত্রী বলেন, বেস-স্টেশন তৈরি হলে ভবিষ্যতে ৫জি ব্যবহারকারী সংখ্যাও বাড়বে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে ৫জি ব্যবহারকারীরা সুষ্ঠু সেবা পাবে বলে উল্লেখ করেন চীনের শিল্প ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী।
(আকাশ/তৌহিদ/রুবি)