গতকাল (সোমবার) চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র ভাইস চেয়ারম্যান তোং চিয়েন হুয়া টেলিভিশনে হংকংয়ের জন্য এই আইন প্রণয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করেন। তিনি হংকংবাসীর প্রতি অভিন্ন কল্যাণের জন্য এই আইন সমর্থন করার আহ্বান জানান।
তিনি বলেন, 'গত এক বছর ধরে হংকং গুরুতর রোগে আক্রান্ত ছিলো। তবে, আমরা এভাবে জীবন কাটাবো না। জাতীয় নিরাপত্তা সুরক্ষাবিষয়ক আইন ভয়ঙ্কর নয়, বরং অচলাবস্থা থেকে বেরিয়ে যাওয়ার জন্য হংকংয়ের জন্য সাহায্যের ঔষধ। জাতীয় নিরাপত্তা সুরক্ষা করা মানে হংকংয়ের নিরাপত্তা সুরক্ষা করা, যা ৭৫ লাখ হংকংবাসী ও ১৪০ কোটি চীনার স্বার্থ তথা আন্তর্জাতিক সমাজের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।'
হংকং নিরাপত্তা সুরক্ষা ব্যুরোর মহাপরিচালক লি চিয়া ছাও বলেন, সার্বিক দায়িত্ব পালন করতে এবং দেশের নিরাপত্তা সুরক্ষা করতে তিনি নেতৃত্বের ভূমিকা পালন করবেন।
তা ছাড়া, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিভিন্ন সংস্থা হংকংসংশ্লিষ্ট চীনের জাতীয় গণকংগ্রেসের খসড়া প্রস্তাবের প্রতি সমর্থনের কথা ঘোষণা করেন। (লিলি/আলিম/জিনিয়া)