১০০জন তালিবান বন্দীকে মুক্তি দিয়েছে আফগান সরকার
  2020-05-26 14:58:46  cri
মে ২৬: গতকাল (সোমবার) আফগান সরকার ১০০জন তালিবান বন্দীকে মুক্তি দিয়েছে। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র জাভেদ ফেসার এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানান।

তালিবান ২৩ তারিখ রাতে এক ঘোষণায় জানায় যে, ঈদ উপলক্ষ্যে ২৪ তারিখ থেকে তিন দিন যুদ্ধবিরতি চলবে। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিও তিন দিন যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপর তিনি ২ হাজার তালিবান বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন। এ সিদ্ধান্তকে স্বাগত জানায় তালিবান।

(স্বর্ণা/তৌহিদ/তান হোং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040