'চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার' আলোকে পরিবেশ পরিচালনার সামর্থ্য ও আধুনিকায়ন বাস্তবায়ন করবে চীন
  2020-05-26 14:05:47  cri
মে ২৬: গত মাসে নিযুক্ত চীনের পরিবেশমন্ত্রী হুয়াং রুন ছিউ সোমবার বেইজিংয়ে বলেন, 'চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার' আলোকে পরিবেশ পরিচালনার সামর্থ্য ও ব্যবস্থার আধুনিকায়ন বাস্তবায়ন করবে চীন।

সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের পর 'মন্ত্রী করিডোরে' এক সাক্ষাত্কারে তিনি বলেন, পরিবেশ উন্নয়ন এখনও নতুন পর্যায়ে উন্নীত হয়নি।

তিনি বলেন, দূষণমুক্ত ও সবুজায়ন বাস্তবায়ন করা হবে; তা ছাড়া, শিল্প খাতে দূষণ কমানোর চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, আশা করি চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার মেয়াদ শেষে আমাদের পরিবেশ রক্ষা বা পরিচালনার মান অনেক উন্নত হবে।

(স্বর্ণা/তৌহিদ/তান হোং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040