বিদেশি পুঁজি ও বাণিজ্য স্বাভাবিক রাখতে অনেক ব্যবস্থা গ্রহণ করবে চীন: বাণিজ্যমন্ত্রী
  2020-05-26 14:04:40  cri
মে ২৬: চীনের বাণিজ্যমন্ত্রী জুং শান গতকাল (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের 'মন্ত্রী করিডোরে' এক সাক্ষাত্কারে বলেন, বিদেশি পুঁজি ও বাণিজ্য স্থিতিশীল রাখা খুব তাত্পর্যপূর্ণ। এটি স্বাভাবিক রাখতে চীন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, গত ৪০ বছরে বিদেশি পুঁজি চীনের উন্নয়ন ও সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। প্রথমত, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দ্বিতীয়ত, দেশের শুল্ক আয়ের প্রায় চার ভাগের এক ভাগ বিদেশি পুঁজির অবদান। তৃতীয়ত, বিদেশি পুঁজি দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২০ কোটি মানুষের কর্মসংস্থানের যোগাড় দিয়েছে। চতুর্থত, চীনের উন্মুক্তকরণের জন্য বিদেশি পুঁজির ভূমিকা গুরুত্বপূর্ণ।

বিদেশি পুঁজি স্থিতিশীল রাখতে চীন দুই দিক থেকে ব্যবস্থা গ্রহণ করবে। এক, সংস্কার ও উন্মুক্তকরণ আরও সম্প্রসারণ করা, বাজারে প্রবেশ আরও সহজ করা, কালো তালিকা কমানো এবং উচ্চ মানের অবাধ বাণিজ্য অঞ্চল স্থাপন করা। দুই, 'বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ আইন' বাস্তবায়ন করে তাদের অধিকার ও মেধাস্বত্ব রক্ষার সংশ্লিষ্ট ব্যবস্থা আরো জোরদার করে একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পরিবেশ সৃষ্টি করা।

(স্বর্ণা/তৌহিদ/তান হোং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040