মে ২৫: আজ (সোমবার) যাচাই করার জন্য পেশ করা চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র স্থায়ী কমিটির সরকারি কার্যবিরণীতে জোর দিয়ে বলা হয়, আইন অনুযায়ী হংকং ও ম্যাক্যাও প্রশাসন করা, সংবিধান ও মৌলিক আইনে নির্ধারিত আইনগত ব্যবস্থা সুরক্ষা করা, মৌলিক আইন প্রসঙ্গে এনপিসি'র ব্যাখ্যা করার ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা, এবং জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় নিরাপত্তাসংক্রান্ত বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইনগত ব্যবস্থা ও কার্যনির্বাহী ব্যবস্থা প্রতিষ্ঠা ও পূর্ণাঙ্গ করে তুলতে হবে।
এতে আরও বলা হয়, তাইওয়ানবিষয়ক গুরুত্বপূর্ণ ব্যবস্থা ও নীতিমালা এবং একচীন নীতিতে অবিচল থাকতে হবে; স্বাধীন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা ও দমন করতে হবে; এবং ১৯৯২ সালের মতৈক্যের ভিত্তিতে তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। (লিলি/আলিম/শুয়ে)