মে মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ২০ শতাংশে পৌঁছাবে: হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা
  2020-05-25 18:26:36  cri
মে ২৫: স্থানীয় সময় গতকাল (রোববার) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট সিএনএন-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, তার দেশে মে মাসে বেকারত্বের হার দাঁড়াবে ২০ শতাংশে। আর জুনে বেকারত্বের হার মে মাসের তুলনায় বেশি হবে। তবে এর পর থেকে এ হার কমতে শুরু করবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এই বছরের নভেম্বরের মধ্যে ১০ শতাংশের নিচে নামবে না। বেকারত্বের হার হ্রাস পেতে কিছুটা সময় লাগবে। যুক্তরাষ্ট্রের পক্ষে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে পুরো কর্মসংস্থান পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া অসম্ভব।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় অর্থনৈতিক পুনরুদ্ধারের সুস্পষ্ট লক্ষণ রয়েছে। যদি কোনও টিকা আবিষ্কৃত হয়, তবে পরিস্থিতির উন্নতি ঘটবে।

হাসেট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজের পরবর্তী পর্বের জন্য সকল সম্ভাবনা' বিবেচনা করছেন। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040