বন্ধুরা, শুনছিলেন হু লিউ লিউ'র কন্ঠে 'পরে তার সাথে দেখা হয়' শীর্ষক গান। ২০১৭ সালে তিনি একজন ওয়েবসাইট হোস্ট হিসেবে কাজ শুরু করেন। সে বছরের ডিসেম্বরে তিনি নিজের প্রথম গান প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'শূন্যতা' শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: আমি মিস করি। মিস করি, তোমার সবকিছু। তোমার কথা ভাবি, তবে তোমার সঙ্গে দেখা করতে চাই না।
চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন হু লিউ লিউ'র কন্ঠে 'শূন্যতা' শীর্ষক গান। ২০১৯ সালের মে মাসে তিনি নিজের গান দিয়ে 'মিউজিক রেডিও'-র বার্ষিক শ্রেষ্ঠ জনপ্রিয় সংগীতের পুরস্কার লাভ করেন। হু লিউ লিউ চিয়াংসু প্রদেশের শুইয়াং জেলার একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে সংগীতে আগ্রহী হয়ে ওঠেন। নিজের সংগীত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি নিজে বেইজিংয়ে আসেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'লাংরেন ফিফা' শীর্ষক গান। 'লাংরেন' মানে যে মানুষ তার স্থায়ী বাড়ি নেই, নানা স্থানে ভ্রমণ করতে থাকে। 'ফিফা' হলো চীনের প্রাচীনকালে এক ধরণের বাদ্র্যযন্ত্র। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন হু লিউ লিউ'র কন্ঠে 'লাংরেন ফিফা' শীর্ষক গান। তিনি বেইজিংয়ে একটি পাবে গান গাইতেন। কিন্তু প্রথম দিকে তাঁর কোন পরিবেশনার অভিজ্ঞতা ছিল না। সেজন্য অন্যরা তাঁকে প্রায়ই হেসে উড়িয়ে দিত। তিনি তখন নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্য বার বার অনুশীলন করতে শুরু করেন। পরে তিনি নিজের শৈলী গড়ে তুলতে সক্ষম হন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'মাক্স' শীর্ষক গান। ২০২০ সালের এপ্রিল মাসে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা এ নতুন গান পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন হু লিউ লিউ'র কন্ঠে 'মাস্ক' শীর্ষক গান। ২০১৬ সালে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের আয়োজিত এক নারী সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। ২০১৭ সালে তিনি ওয়েবসাইট হোস্টের কাজ শুরু করেন। আস্তে আস্তে তিনি ওয়েবসাইটে জনপ্রিয় হয়ে ওঠেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'আমাকে ভালবাসি বলবে না' শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: আমরা আগে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। কিন্তু এ রাত হলো আমাদের শেষ রাত। আমাদের সম্পর্ক ভেঙ্গে গেছে। তোমার কাছ থেকে চলে যাবো।
আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন হু লিউ লিউ'র কন্ঠে 'আমাকে ভালবাসি বলবে না' শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'পূর্ণধ্বংস' শীর্ষক গান। গানটিতে বলা হয়েছে: ফুল ফুটেছে, ফুল শুকিয়ে গেছে। দুঃখ ও সুখ পর্যায়ক্রমে একই বছরে আসে। আজকের স্মৃতি মুছে যেতে পারে না। স্মৃতি ধ্বংস হবে। তাঁর মুখ আমার হৃদয়ে। কখনো মুছে যেতে পারে না। সময় ফিরে আসতে পারে না। স্মৃতি আমার হৃদয়ে থাকে।
চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ওয়াং হাইমান)