দেশ ও অঞ্চলের উন্নয়নে হুপেই প্রদেশের গুরুত্বপূর্ণ অবস্থান পরিবর্তিত হয়নি উল্লেখ করে প্রেসিডেন্ট সি বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের সম্মুখীন প্রতিবন্ধকতা সমাধান করা, ভোগ বাড়ানো, এবং মহামারীতে সৃষ্ট ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে কমানো উচিত। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের কর্মসংস্থান, গণজীবিকার সঙ্গে জড়িত বিভিন্ন কাজ এবং দারিদ্র্যমুক্তির কাজ ভালোভাবে করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। (লিলি/আলিম/শুয়ে)