বন্ধুরা, শুনছিলেন লিউ বো স্যিন ও লি রং হাও'র দ্বৈত কন্ঠে 'দু'জন সাধারণ তরুণ-তরুণী' শীর্ষক গান। ২০১৮ সালে তিনি ওয়েবসাইটে আয়োজিত এক হিপহপ প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করেন। একই বছরে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি অ্যালবামটি দিয়ে ৩০তম তাইওয়ান গোল্ডেন মেলডি'র শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'Manta' শীর্ষক গান। গানটি ২০১৯ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়। লিউ বো স্যিন নিজে গানটির সুর রচনা করেন এবং কথা লেখেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন লিউ বো স্যিন'র কন্ঠে 'Manta' শীর্ষক গান। ২০১৯ সালে তিনি নিজের রচিত ইপি প্রকাশ করেন। একই বছরে তিনি নিজের প্রযোজিত দু'টি অ্যালবাম প্রকাশ করেন। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তিনি হুনান প্রদেশের আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'মুলান' শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। মুলান চীনের প্রাচীনকালের একজন বিখ্যাত নারী সৈন্য। তাঁর বাবার স্বাস্থ্য ভাল ছিল না। সেজন্য তিনি বাবার পরিবর্তে সেনাবাহিনীতে যোগ দেন। চীনা মানুষের মনে তিনি একজন নারী বীর। চলুন, আমরা গানি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন লিউ বো স্যিন'র কন্ঠে 'মুলান' শীর্ষক গান। তিনি ১৫ বছর বয়সে সময় হুনান প্রদেশের টিভি কেন্দ্রের আয়োজিত একটি যুব টিভি শো-তে অংশ নেন। ১৬ বছর বয়সের সময় তিনি দক্ষিণ কোরিয়ার সংগীত প্রতিযোগিতা 'কে-পপস্টার'-এ অংশ নেন এবং চতুর্থ স্থান লাভ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় তিনি মার্কিন বার্কলে মিউজিক একাডেমি'র অফার পান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'আকুয়া ব্লু' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। লিউ বো স্যিন নিজে গানটির কথা লেখেন এবং সুর রচনা করেন। চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন লিউ বো স্যিন'র কন্ঠে 'আকুয়া ব্লু' শীর্ষক গান। বার্কলে মিউজিক একাডেমিতে যাওয়ার আগে তিনি কয়েকটি মিউজিক ট্যুরে অংশ নেন। কিন্তু তাঁর বাবা ও মা'র ইচ্ছায় তিনি অবশেষে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক বাণিজ্য বিষয় নিয়ে লেখাপড়া করেন। কিন্তু লেখাপড়ার পাশাপাশি তিনি সুর রচনা করতে থাকেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'কৃষ্ণগহ্বর' শীর্ষক গান। গানটি গত মার্চ মাসে রিলিজ হয়। লিউ বো স্যিন নিজে গানটির সুর রচনা করেন এবং কথা লেখেন।
বন্ধুরা, শুনছিলেন লিউ বো স্যিন'র কন্ঠে 'কৃষ্ণগহবর' শীর্ষক গান। গানটির কথা চীনা ও ইংরেজিতে লেখা হয়েছে। গানটিতে বলা হয়, প্রেমিকা, আমাদর চোখ দেখো। গোলাপ নীহারিকা, তোমাকে সাজাবে। I don't get it why you're upse, Yeah I said it, I don't get it, Why you won't say it, came a long way, Why you won't say it, came a long way. Lemme know what you're on tell me what it is Rose in your trunk you bought 96 Lemme know what you're on. Tell me what it is You could break it break it down for me when you sip.
চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/রুবি)