মে ২৪: চীনের শীর্ষনেতা সি চিন পিং বলেছেন, মহামারী পর্যবেক্ষণ, পূর্ব সতর্কতা ও জরুরি সাড়া দেওয়ার ক্ষমতা বাড়াতে হবে। গতকাল (রোববার) বিকেলে চীনের ত্রয়োদশ গণকংগ্রসের তৃতীয় অধিবেশনে হুপেই প্রতিনিধি দলের পর্যালোচনায় অংশ নিয়ে একথা বলেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
সি চিন পিং বলেন, কোভিড-১৯ মহামারী প্রতিরোধের সময়, চীনের গণ-স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসাব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি কিছু সমস্যাও রয়েছে। বড় ধরনের মহামারী প্রতিরোধে চিকিৎসাব্যবস্থা আরও উন্নত করা উচিত বলে তিনি উল্লেখ করেন।
তিনি জোর দিয়ে বলেন, রোগ প্রতিরোধব্যবস্থা সংস্কার করা, গণস্বাস্থ্য সেবা আরও উন্নত করা, গুরুতর রোগের চিকিত্সা বীমা ও সহায়তা পদ্ধতি উন্নত করা, গণস্বাস্থ্য আইন আরও উন্নত করার আহ্বান জানান তিনি।
(আকাশ/তৌহিদ/ রুবি)