তিনি বলেন, করোনাভাইরাস আমার জানা সবচেয়ে 'ধূর্ত' ভাইরাস। ইবোলা ভাইরাসের মৃত্যুর হার খুব বেশি ছিল, কিন্তু সংক্রমণের হার ছিল কম। ফ্লু'র বিস্তার বেশি, তবে মৃত্যুর হার খুব কম। করোনাভাইরাস ফ্লুর চেয়ে অনেক বেশি সংক্রামক এবং এটি ভিড়ের মধ্যে বেশি ছড়িয়ে পড়ে। এর মৃত্যুর হার এইচ১এন১ ভাইরাসের চেয়ে ১০ গুণ বেশি। এ ভাইরাসের একটি দীর্ঘ ইনকিউবেশন সময় রয়েছে এবং লক্ষণহীন অবস্থায়ও মানুষে ছড়ায়। বর্তমানে এ ভাইরাস প্রতিরোধে মানবজাতির জ্ঞান যথেষ্ট নয়। বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে তা প্রতিরোধ করতে চাইলেও আরো সময় প্রয়োজন।
ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন: http://api.cportal.cctv.com/api/newsInsert/ywnr.html?id=Artib8uYPit2mGlT7yEezguP200525&preview=1&version=724
(স্বর্ণা/তৌহিদ/তান হোং)