মে ২৫: গতকাল (রোববার) বিকেলে চীনের ত্রয়োদশ গণকংগ্রসের তৃতীয় অধিবেশনে হুপেই প্রতিনিধি দলের পর্যালোচনায় অংশ নেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সবার বক্তব্য শোনার পর প্রেসিডেন্ট সি বলেন, মহামারী আমাদের তৃণমূলের প্রশাসনিক ব্যবস্থা ও ক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ। বিভিন্ন আবাসিক কমিউনিটি, জেলা, উপজেলা ও গ্রামে সিপিসি'র ভূমিকা পরীক্ষার সময় এটি।
প্রেসিডেন্ট সি বলেন, মহামারী প্রতিরোধের কাজে দুটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে; চিকিত্সকদের চিকিত্সা ব্যবস্থা এবং আবাসিক কমিউনিটি ও জেলা-গ্রামে অবরুদ্ধ ব্যবস্থা। আমাদের তৃণমূলের প্রশাসনে সাফল্য সুসংবদ্ধ করার পাশাপাশি দুর্বলতা কাটানো উচিত।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)