৮৭ বছর বয়সী প্রবীণ রোগী চিকিত্সার স্মরণীয় গল্প: সি চিন পিং
  2020-05-25 11:40:34  cri

মে ২৫: গতকাল (রোববার) বিকেলে চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে হুপেই প্রতিনিধিদলের পর্যালোচনায় অংশ নেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

 

এনপিসি'র প্রতিনিধি লুও চিয়ে তার ভাষণ দেওয়ার পর প্রেসিডেন্ট সি বলেন, 'আমি টেলিভিশনে আপনাকে দেখেছি। আপনি ৮৭ বছর বয়সী কোভিড-১৯ রোগী চিকিত্সার গল্প বলেছিলেন। একটি ১০ জনের চিকিত্সকদল নিয়ে তাঁর চিকিত্সা করেছিলেন এবং অবশেষে তিনি সুস্থ হয়ে ওঠেন। এটি আমার মনে গভীর দাগ কেটেছে।'

এনপিসি'র প্রতিনিধি লুও চিয়ে চীনের হুপেই প্রদেশের শিইয়ান শহরের থাইহ্য হাসপাতালের প্রধান ও সিপিসি'র সম্পাদক। কোভিড-১৯ মহামারী শুরুর পর তিনি শিইয়ান শহরের চিকিত্সা বিশেষজ্ঞদের পরিচালক হিসেবে দিন-রাত মহামারী প্রতিরোধে কাজ করেছেন।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040