তিনি বলেন, চীনের কেন্দ্রীয় সরকার মৌলিক আইনের ২৩তম বিধি অনুযায়ী হংকংকে নিজে আইন প্রণয়নের অধিকার দেয়। তবে বাস্তব অবস্থা এবং প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় সরকার জাতীয় নিরাপত্তা সুরক্ষার আইনগত ব্যবস্থা ও কার্যনির্বাহী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে। আঞ্চলিক প্রশাসনিক অঞ্চলে রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষা করতে কেন্দ্রীয় সরকারের বৃহত্তম ও চূড়ান্ত দায়িত্ব আছে উল্লেখ করে ওয়াং ই জোর দিয়ে বলেন, এটি হলো দেশের সার্বভৌমত্বসংশ্লিষ্ট মৌলিক তত্ত্ব ও নীতি এবং বিভিন্ন দেশের প্রচলিত নিয়ম।
ওয়াং ই বলেন, জাতীয় গণকংগ্রেসে এই সিদ্ধান্ত পাস হওয়ার পর আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হবে। ফলে হংকংয়ে আরও পরিপূর্ণ আইনগত ব্যবস্থা, আরও স্থিতিশীল সামাজিক শৃঙ্খলা এবং আরও ভালো ব্যবসার পরিবেশ সৃষ্টি হবে। (লিলি/আলিম/শুয়ে)