ওয়াং ই আরও বলেন, চীনের সকল কাজের পেছনে রাজনীতি থাকে না। সব কাজের পেছনে অর্থনৈতিক স্বার্থও লুকিয়ে থাকে না। মহামারী মোকাবিলায় চীনের সাহায্যের উদ্দেশ্য মাত্র একটি: যত বেশি সম্ভব জীবন বাঁচানো। চীন বিশ্বাস করে, সকল দেশের যৌথ প্রচেষ্টায় মহামারী চূড়ান্তভাবে নিয়ন্ত্রিত হতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক মাসে চীন প্রায় ১৫০টি দেশ এবং ৪টি আন্তর্জাতিক সংস্থাকে জরুরি সাহায্য দিয়েছে। চীন বিশ্বের বিভিন্ন দেশে ৫৬৮০ কোটি মাস্ক এবং ২৫ কোটি পিপিই রপ্তানিও করেছে। (লিলি/আলিম/শুয়ে)