মহামারীর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতার বিকল্প নেই: ওয়াং ই
  2020-05-24 18:51:07  cri
মে ২৪: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারীর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বৈশ্বিক সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন চলাকালে আজ (রোববার) এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ঐক্য ও সহযোগিতা হলো মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে চূড়ান্ত জয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তিনি মহামারী মোকাবিলায় ব্যস্ত সকল দেশের সকল স্বাস্থ্যকর্মীর প্রতি শ্রদ্ধা জানান এবং চীনকে বোঝার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ওয়াং ই বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী থেকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি পাওয়া যেতে পারে সেটি হচ্ছে: মানুষের জীবন ও স্বাস্থ্য আজকের মতো এতটা নিবিড়ভাবে আগে কখনও সংযুক্ত ছিল না এবং মানবজাতি হলো একটি অভিন্ন লক্ষ্যের কমিউনিটি।

তিনি বলেন, সংশ্লিষ্ট সকল দেশকে জাতি, ইতিহাস, সংস্কৃতি এবং এমনকি, সামাজিক ব্যবস্থায় পার্থক্যকে অতিক্রম করতে হবে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলতে একত্রে কাজ করে যেতে হবে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040