মে ২৪: আফগান তালিবান গতকাল (শনিবার) রাতে এক ঘোষণায় জানায়, ঈদ উপলক্ষ্যে আজ (রোববার) থেকে তারা তিন দিনের যুদ্ধবিরতি পালন করবে।
তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, তালিবান নেতৃত্বের আদেশ অনুসারে ঈদুল ফিতরের সময় "শত্রুদের উপর আক্রমণ করা চলবে না, তবে শত্রু যদি আক্রমণ চালায় তবে যথাযথ প্রতিক্রিয়া জানানো যাবে"।
বিবৃতিতে সমস্ত তালিবান সশস্ত্র যোদ্ধাকে সরকার-নিয়ন্ত্রিত এলাকায় না-যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। আফগানিস্তানের সরকারি বাহিনীকেও এসময় তালিবাননিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ না-করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
এদিকে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালিবানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, তিনি আফগান বাহিনীকেও ৩ দিনের জন্য সব ধরনের অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
(জিনিয়া/আলিম/শুয়েই)