এনপিসি'র তাইওয়ানীয় প্রতিনিধি চাং সিয়োং বলেন, 'এক দেশ, দুই ব্যবস্থা' সাফল্যের সঙ্গে হংকং ও ম্যাকাওয়ে যে বাস্তবায়িত হয়েছে, তা থেকে এই ব্যবস্থার সঠিকতা ও বাস্তবায়নযোগ্যতা প্রমাণিত হয়। 'এক দেশ, দুই ব্যবস্থা' কার্যকরের প্রক্রিয়ায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেওয়া স্বাভাবিক। আইন প্রণয়নের মাধ্যমে হংকংয়ের বিশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার ইস্যু সমাধান করা ভবিষ্যতে দেশের একত্রীকরণ বাস্তবায়ন এবং তাইওয়ানের সমস্যার সমাধানে অতি বাস্তবিক ভূমিকা পালন করবে।
এনপিসি'র তাইওয়ানীয় প্রতিনিধি সুই পেই বলেন, হংকংসংশ্লিষ্ট বিল দেশের ঐক্য নষ্টকারী ও বিচ্ছিন্নতাবাদী তত্পরতায় লিপ্তদের জন্য বড় আঘাত। এই আইন তাইওয়ানের ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি এবং আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি স্পষ্ট সংকেত দিয়েছে যে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে কখনও আপস করা হবে না।
এনপিসি'র তাইওয়ানীয় প্রতিনিধি লিন ছিং বলেন, জাতীয় নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে আইন ও কার্যনির্বাহী ব্যবস্থা প্রণয়ন করা খুব প্রয়োজন এবং এর সুগভীর প্রভাব আছে। সংশ্লিষ্ট আইন এবং নির্বাহী ব্যবস্থার প্রতিষ্ঠা ও পূর্ণাঙ্গ করে তোলার ফলে হংকংয়ের আরো সুন্দর ভবিষ্যতের জন্য আইনগণ নিশ্চয়তা সৃষ্টি হবে বলে তিনি বিশ্বাস করেন। (লিলি/আলিম/শুয়ে