হংকং বিল তাইওয়ান সমস্যার সমাধানে ভূমিকা রাখবে: এনপিসি'র তাওয়ানীয় প্রতিনিধিবৃন্দ
  2020-05-24 17:06:38  cri
মে ২৪: চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র তৃতীয় অধিবেশনে হংকংসংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা সুরক্ষা আইনব্যবস্থা ও কার্যনির্বাহীব্যবস্থা প্রতিষ্ঠা এবং পূর্ণাঙ্গ করে তোলার খসড়া প্রস্তাব নিয়ে এনপিসি'র স্থায়ী কমিটির উত্থাপিত বিল পর্যালোচনা করা হচ্ছে। এ প্রসঙ্গে এনপিসি'র তাইওয়ানীয় প্রতিনিধিরা সাংবাদিকদের বলেন, তাইওয়ানের ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি এবং আন্তর্জাতিক সমাজের কাছে এটা একটা স্পষ্ট সংকেত, যা তাইওয়ান সমস্যার সমাধানে ভূমিকা রাখবে।

এনপিসি'র তাইওয়ানীয় প্রতিনিধি চাং সিয়োং বলেন, 'এক দেশ, দুই ব্যবস্থা' সাফল্যের সঙ্গে হংকং ও ম্যাকাওয়ে যে বাস্তবায়িত হয়েছে, তা থেকে এই ব্যবস্থার সঠিকতা ও বাস্তবায়নযোগ্যতা প্রমাণিত হয়। 'এক দেশ, দুই ব্যবস্থা' কার্যকরের প্রক্রিয়ায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেওয়া স্বাভাবিক। আইন প্রণয়নের মাধ্যমে হংকংয়ের বিশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার ইস্যু সমাধান করা ভবিষ্যতে দেশের একত্রীকরণ বাস্তবায়ন এবং তাইওয়ানের সমস্যার সমাধানে অতি বাস্তবিক ভূমিকা পালন করবে।

এনপিসি'র তাইওয়ানীয় প্রতিনিধি সুই পেই বলেন, হংকংসংশ্লিষ্ট বিল দেশের ঐক্য নষ্টকারী ও বিচ্ছিন্নতাবাদী তত্পরতায় লিপ্তদের জন্য বড় আঘাত। এই আইন তাইওয়ানের ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি এবং আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি স্পষ্ট সংকেত দিয়েছে যে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে কখনও আপস করা হবে না।

এনপিসি'র তাইওয়ানীয় প্রতিনিধি লিন ছিং বলেন, জাতীয় নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে আইন ও কার্যনির্বাহী ব্যবস্থা প্রণয়ন করা খুব প্রয়োজন এবং এর সুগভীর প্রভাব আছে। সংশ্লিষ্ট আইন এবং নির্বাহী ব্যবস্থার প্রতিষ্ঠা ও পূর্ণাঙ্গ করে তোলার ফলে হংকংয়ের আরো সুন্দর ভবিষ্যতের জন্য আইনগণ নিশ্চয়তা সৃষ্টি হবে বলে তিনি বিশ্বাস করেন। (লিলি/আলিম/শুয়ে

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040