চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর দু'দেশের উন্নয়নে ভূমিকা রাখছে: ইসলামাবাদে চীনা রাষ্ট্রদূত
  2020-05-23 18:10:21  cri
মে ২৩: পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত ইয়াও চিং গত বৃহস্পতিবার চীন-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকীতে একটি ভিডিও-সেমিনারে অংশ নেন। ভিডিও-সেমিনারে রাষ্ট্রদূত বলেন, চীন ও পাকিস্তান পরস্পরের কৌশলগত অংশীদার। পরস্পরের মূল স্বার্থ রক্ষায় দু'দেশ একে অপরের সমর্থক। বর্তমানে চীন-পাকিস্তান সম্পর্ক খুব ভালভাবে বিকশিত হচ্ছে। 'এক অঞ্চল, এক পথ' সহযোগিতা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর দু'দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। নতুন যুগে দু'দেশের আরও ঘনিষ্ঠ অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলতে পাকিস্তানের সাথে কাজ করতে আগ্রহী চীন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার প্রধান উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস সম্প্রতি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের চোখে আমেরিকা ছাড়া অন্য দেশের উন্নয়নের কোনও পথ ও মডেল নেই।

রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের সাথে সহযোগিতা করতে রাজি থাকে তবে দেশটির উচিত সঠিক পদক্ষেপ গ্রহণ করা। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040