জানা গেছে, শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সের বিমানটি ৯১ জন যাত্রী এবং ৮ জন ক্রু নিয়ে লাহোর থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। বিমানটি জনবহুল আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়া সত্ত্বেও, এখন পর্যন্ত বিমানের বাইরের কোনো লোকের নিহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, পাকিস্তানের সিভিল এভিয়েশন প্রশাসনের মুখপাত্র জানান, বিমানটি বিধ্বস্ত হবার আগে দুই থেকে তিন বার অবতরণের চেষ্টা করে। কিন্তু শেষমেশ করাচির একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে যায় বিমানটি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেন। (লিলি/আলিম/শুয়ে)