মহামারীর কারণে ৮০ মিলিয়ন শিশু ঝুঁকির মধ্যে রয়েছে: হু
  2020-05-23 15:57:53  cri
মে ২৩: নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর কারণে, শিশুদের নিয়মিত টিকাদান গুরুতরভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এতে এক বছরের কম বয়সী ৮০ মিলিয়ন শিশু ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদ্‌হানম গতকাল (শুক্রবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বে কোভিড-১৯-এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা প্রচেষ্টা চালাচ্ছেন। কিন্তু অন্যান্য রোগের কয়েক ডজন জীবনরক্ষাকারী ভ্যাকসিনের কথা ভুলে গেলে চলবে না। অবশ্যই বিশ্বজুড়ে বাচ্চাদেরকে সেসব টিকা দিতে হবে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে যে, কমপক্ষে ৬৮টি দেশে রুটিন টিকাদান কার্যক্রম মহামারীর কারণে বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, হু বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে এবং এসব ভ্যাকসিনের সরবরাহ চেইন উন্মুক্ত রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040