যৌথ বিবৃতিতে বলা হয়, এই ট্রিটি সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক সামরিক আস্থা দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এর লক্ষ্য হলো ইউরো-আটলান্টিক অঞ্চলের স্বচ্ছতা এবং সুরক্ষা বাড়ানো।
এতে বলা হয়, যৌথ বিবৃতি স্বাক্ষরকারী দেশগুলো চুক্তিটি মেনে চলবে। এই চুক্তি থেকে সরে আসতে ছয় মাস সময় লাগে।
বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলি এই চুক্তি বাস্তবায়নে সমস্যা নিয়ে রাশিয়ার সাথে সংলাপ অব্যাহত রাখবে। তা ছাড়া, এএফপি-র তথ্য অনুসারে, ন্যাটো রাষ্ট্রদূতরা ট্রিটি থেকে সরে আসার মার্কিন অভিপ্রায় নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকেও বসবেন। (জিনিয়া/আলিম/শুয়েই)