তিনি বলেন, সংশ্লিষ্ট আইন প্রণয়নের কাজ একদিকে খুব প্রয়োজন, অন্যদিকে খুব জরুরি। মৌলিক আইনের ২৩তম বিধির আওতায় আইন প্রণয়নের মাধ্যমে দেশের নিরাপত্তা বিপন্ন করে তোলার আচরণ প্রতিরোধ করা এখন সময়ের দাবি। তবে বিভিন্ন কারণে এই কাজে এতোদিন কোনো অগ্রগতি সাধিত হয়নি। রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে জাতীয় গণকংগ্রেস হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে দেশের নিরাপত্তা সুরক্ষার আইন ব্যবস্থা ও কার্যনির্বাহী ব্যবস্থা প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রয়োজনীয় ও জরুরি।
ক্যারি ল্যাম বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা হলো প্রত্যেক দেশ ও প্রত্যেক জায়গার বৃহত্তম কাজ। এটি শহরবাসীর শান্তির ভিত্তিও বটে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল হলো গণপ্রজাতন্ত্রী চীনের অবিচ্ছেদ একটি অংশ এবং কেন্দ্রীয় সরকারের অধীনে উচ্চ পর্যায়ের স্বশাসনের অধিকার উপভোগ করা একটি প্রশাসনিক অঞ্চল। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ সুরক্ষা করা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইনগত দায়িত্ব, যা সকল হংকাবাসীর স্বার্থের সঙ্গেও সম্পর্কিত।
তিনি আরও বলেন, ভবিষ্যতে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আইন প্রণয়নের সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করবে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব পালন করবে, যাতে 'এক দেশ, দুই ব্যবস্থা'-র আওতায় হংকংয়ের দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। (লিলি/আলিম/শুয়ে)